Breaking

Wednesday, 26 June 2019

June 26, 2019

অতি সহজে মাত্র 1600 টাকা দিয়ে কোটি টাকার স্বপ্ন দেখার একটি সুবর্ণ সুযোগ





আপনি মাত্র 600 টাকা দিয়ে মাসে 1 লাখ টাকার বেশি ইনকাম করতে পারেন  ।এটি একটি ইউরোপিয়ান কম্পানি যেটা থেকে আপনি সহজেই অল্প সময়ে গরিব থেকে বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে পারে এটাই সাফল্যের একমাত্র পথ আপনার জন্য ।
এটিতে 100% পেমেন্ট করে প্রুফ সহ ফুল্লি গাইড করা হবে আপনি যদি জয়েন হতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে কল এবং হোয়াটসঅ্যাপ
Contact:- +91 9647576608 (Alinur)
 করতে পারেন সুযোগটি হাতছাড়া করবেন না প্যাকেজের বিষয়গুলো নিচে দেওয়া আছে ।




ফাস্ট ইউরে ৫টি প্যাকেজ]
যে কোন একটা কিনলেন ত লাইফ সেট হয়ে গেল ✿●‿●✿

▅▅▅▅▅▅▅▅▅▅▅▅▅▅▅▅
[ ১/ স্টার প্যাকেজ= ১৬০০ টাকা।
ডেলি সেল্ফ ইনকাম = ৩০ টাকা ] মাসিক  900 টাকা একাউন্ট মেয়াদ 120দিন

▅▅▅▅▅▅▅▅▅▅▅▅▅▅
[ ২/ সিলভার প্যাকেজ = ৪৮০০ টাকা।
ডেলি সেল্ফ ইনকাম = ৯০ টাকা মাসিক 2700টাকা
একাউন্ট মেয়াদ 120দিন
▅▅▅▅▅▅▅▅▅▅▅▅▅▅▅▅


[ ৩/ গোল্ড পেকেজ = ১১২০০ টাকা।
ডেলি সেল্ফ ইনকাম* ২১০ টাকা মাসিক 6300টাকা
একাউন্ট মেয়াদ120দিন
 ▅▅▅▅▅▅▅▅▅▅▅▅▅▅

[ ৪/ প্লাটিনাম প্যাকেজ = ২৪০০০ টাকা।
ডেলি সেল্ফ ইনকাম = ৪৫০ টাকা মাসিক  13500 টাকা একাউন্ট মেয়াদ 120দিন
[ ৫/ ডায়মন্ড প্যাকেজ = ৪৮০০০ টাকা।
ডেলি সেল্ফ ইনকাম = ৯০০ টাকা মাসিক  27000 টাকা একাউন্ট মেয়াদ 120দিন

Saturday, 22 June 2019

June 22, 2019

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ ছাত্র-ছাত্রীদের জন্য বেশকিছু স্কলারশিপের সুলুক সন্ধান।


1. নবান্ন স্কলারশিপ => http://bit.ly/nabanna19
2. স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) => http://bit.ly/wbsvmcm
3. SC, ST, OBC স্কলারশিপ (OASIS) => http://bit.ly/wboasis
4. মেরিটকাম মেন্স স্কলারশিপ (সংখ্যালঘুদের জন্য) => http://bit.ly/wbmdfcsvmcm
5. কন্যাশ্রী প্রকল্প => http://bit.ly/kanyashreeK3
6. পারম্পরিক স্কলারশিপ => http://bit.ly/paramparik
7. অনন্ত মেরিট স্কলারশিপ => http://bit.ly/anantascl
8. GP বিড়লা স্কলারশিপ => http://bit.ly/gpbirla
9. প্রিয়ংবদা বিড়লা স্কলারশিপ => http://bit.ly/wbpriyamvada
10. জগদীশচন্দ্র বোস স্কলারশিপ => http://bit.ly/wbjbnsts
11. আলো স্কলারশিপ => http://bit.ly/2x77lES
12. সীতারাম জিন্দাল স্কলারশিপ => http://bit.ly/jindalslrp
13. KC মাহীন্দ্রা স্কলারশিপ => http://bit.ly/2WW6wxX
14. FAEA স্কলারশিপ => http://bit.ly/2Xr5zNQ
15. Kind Circle স্কলারশিপ =>  http://bit.ly/2WW2vEU
16. Kind Scholarship for Young Women => http://bit.ly/2XukA18
17. HDFC ব্যাঙ্ক ECSS স্কলারশিপ => http://bit.ly/2ZB2UhM
18. Sahu Jain Trust Scholarship => http://bit.ly/2RrTeDr
19. Indian Oil Sports Scholarship => http://bit.ly/2WTGFlI
20. Fair & Lovely স্কলারশিপ => http://bit.ly/2IWirlP
21. মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ => http://bit.ly/2KsF989
22. এই সময় আত্মদীপ ইয়ং স্কলারশিপ => http://bit.ly/2N8SeoP
23. বিদ্যাসারথি MPCL Scholarship => http://bit.ly/2WPmg12
24. Indusland Bank Scholarship => http://bit.ly/2N079C7
25. এশিয়া হার্ট ফাউন্ডেশন স্কলারশিপ => http://bit.ly/2Iun6wj
26. গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ => http://bit.ly/2Rsf8qj
27. GOOGLE Scholarship => http://bit.ly/31JyxHZ
28. Loreal Foundation Scholarship => http://bit.ly/2WTSBnh
29. স্বামী দয়ানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ => http://bit.ly/2Y0WyYP
30. National Scholarship Portal => http://bit.ly/31Nnyxo

Thursday, 6 June 2019

June 06, 2019

আগামী সোমবার থেকে পঠন পাঠন শুরু হবে সাতুলিয়া ইসলামিয়া সিনিয়ার মাদ্রাসাতে


আগামী সোমবার থেকে সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা যথারীতি পঠন-পাঠন শুরু হবে। এমনই জানালেন মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ গোলাম মইনুদ্দীন এদিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শকুন পুকুর ঈদগাহ ময়দানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন এখানে সমস্ত এলাকার অভিভাবকরা আছি একটা বিষয় জানিয়ে রাখি আগামী সোমবার 10 তারিখ থেকে মাদ্রাসা যথারীতি পঠন-পাঠন শুরু হবে। তাই আপনারা নিজ নিজ সন্তানের কাছে এই বার্তাটি পৌঁছে দেবে।



June 06, 2019

ঈদ উপলক্ষে পূর্ব সাতুলিয়া যুব কমিটির উদ্যোগে ইসলামিক সংস্কৃতিক অনুষ্ঠান আজ শেষ দিন






মুক্তকণ্ঠ:
 ভাঙড়ের পূর্ব সাতুলিয়া যুব কমিটির উদ্যোগে তিন দিনব্যাপী বস্ত্র বিতরণ ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আজ শেষ দিন এই শেষ দিনে ইসলামিক গজল অনুষ্ঠানের মাধ্যমে মেতে ওঠে।

 আজ শেষ দিনের অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৬টা থেকে বিশিষ্ট গজল শিল্পী দিয়ে গজল পরিবেশন করানো হয়।

 বিশিষ্ট শিল্পী হিসাবে উপস্থিত ছিলেন, হাফেজ এম.ডি আকিব হাসান, মোঃ আব্দুস সামাদ,মোঃ মিজানুর মোল্লা, মোঃ রবিউল ইসলাম, এছাড়া অন্যান্য শিল্পীগন।

সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, তালিমুল কুরআন মাদ্রাসা ডাইরেক্টর মোঃ হামিদুল ইসলাম।

সাতুলিয়া পুর্বপাড়া যুব কমিটির সভাপতি, হাফেজ সাকিরুল ইসলাম বলেন, গ্রামের যুবক ছেলেদের উদ্যোগে তিন দিনব্যাপী বস্ত্র বিতরণ ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পেরে আমরা খুবই খুশি।

 যুব কমিটির সম্পাদক, মোঃ জিয়ারুল মোল্লা বলেন, ঈদের আনন্দে আমাদের এই বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা চাইব পরের বছর আরো সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি করার।

অনুষ্ঠানে উপস্থিত ছিল গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ যুবক বৃন্দ ও মহিলারা।

Sunday, 26 May 2019

May 26, 2019

ভর্তির বিজ্ঞপ্তি


MUKTO KONTHO:----: ভর্তির বিজ্ঞপ্তি :-----           ফাজিল পাশ ছাত্রছাত্রীরা, যারা সাতুলিয়া সেন্টারের মাধ্যমে থিওলজি অনার্স নিয়ে পড়াশোনা করতে চায়, তাদেরকে অবিলম্বে অনলাইনে AUAT ফর্ম ফিল আপ করতে এবং সেন্টার অপশনে সাতুলিয়া সেন্টার সিলেক্ট করার পরামর্শ দেওয়া হচ্ছে ।--------সুপারিন্টেন্ডেন্ট ।

Wednesday, 22 May 2019

May 22, 2019

আলিয়া বিশ্ববিদ্যালয়ে দাওয়াত ই-ইফতার মাহফিল



আফ্রিদি খাঁন ও জাহাঙ্গীর মোল্যা, মুক্তকণ্ঠ, কোলকাতা:- আজ ১৫-ই রোমজান আলিয়া বিশ্ববিদ্যালয়ের থিওলোজী বিভাগের ছাত্র ছাত্রীদের উদ্যোগে দাওয়াত-ই-ইফতার  মাহফিল অনুষ্ঠিত হয়। প্রথমে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত ও হযরত মুহাম্মদ (সঃ)এর শানে ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অতঃপর  দীর্ঘক্ষণ রমজান নিয়ে আলোচনা করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রীরা ইফতার করেন ‌

এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আমজাদ আলী, ডেপুটি রেজিস্ট্রার আশফাক আলী, আরবী ও থিওলজি বিভাগের প্রধান ড. মশিহুর রহমান। এছাড়াও অধ্যাপকদের মধ্যে উপস্থিত ছিলেন তামিম আহমেদ,কামাল আসরাফ, সামিম আখতার, আসরাফ আলী আজহারী প্রমুখ ।

আজকের এই দাওয়াত-ই-ইফতার মাহাফিল সুন্দরভাবে পরিচালনা করেন
আব্বাসুদ্দিন সরদার, ইমদাদ উদ্দিন ,ফারুক মন্ডল, আক্রম গাজি,ইয়াদ আলী, সিরাজরা।

Monday, 20 May 2019

May 20, 2019

ফাজিল পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করলো দক্ষিণ ২৪ পরগনার সাতুলিয়া মাদ্রাসার ছাত্র আলমগীর হোসেন







ফারহান তানবির,মুক্তকণ্ঠ,ভাঙড়: দক্ষিণ ২৪ পরগনার সাতুলিয়া মাদ্রাসা ফাজিল ছাত্র মোঃ আলমগীর হোসেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষায় তৃতীয় স্থান দখল করলো প্রাপ্ত নাম্বার ৫৩৪
পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের ষষ্ঠ স্থান অধিকার করে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম প্রাপ্ত নাম্বার ৫২৮ সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র।
সাইফুল ইসলামের পিতা সামাদ মোল্লা।

ভাঙ্গড় জয়নগরের বাসিন্দা মোঃ আলমগীর পিতা আবুবাকার পেশায় তিনি একজন কৃষক,মাতা আসমা বিবি, পরিবারের চার ভাইয়ের মধ্যে আলমগীর বড় ছেলে। তার এই সাফল্যে পরিবার আনন্দে মেতে উঠেছে।

আলমগীর বলে, আজকে খুবই আনন্দের দিন আমার কাছে আমার এই সাফল্যের পিছনে মাদ্রাসার সমস্ত শিক্ষক এর অবদান আছে বিশেষ করে আমাদের সুপার স্যার, নাইমুল স্যার,আব্দুল মোমিন হুজুর ও রিঙ্কু ম্যাম, আরো সমস্ত বিষয়ের শিক্ষকদের প্রচেষ্টায় আমার এই সাফল্য।
ভবিষ্যতে আমি আরবি নিয়ে পড়াশোনা করতে চাই।

মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ গোলাম মইনুদ্দীন বলেন,আলিম ও ফাজিল এ উত্তীর্ণ সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সফল ছাত্রছাত্রীদেরকে মাদ্রাসার পক্ষ থেকে জানাই অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা। বিশেষ অভিনন্দন জানাই নিম্নে দৃষ্ট আমাদের দুই রত্ন আলমগীর ও সাইফুল কে । ফাজিল এ তৃতীয় ও ষষ্ঠ স্থান অর্জন করে ওরা যে গৌরবের অধিকারী হয়েছে, তাতে আমরাও গর্বিত। সকলের ভবিষ্যত উজ্জ্বল ও সফল হোক আন্তরিকভাবে এই দোওয়া রইল।

অতি সহজে মাত্র 1600 টাকা দিয়ে কোটি টাকার স্বপ্ন দেখার একটি সুবর্ণ সুযোগ

আপনি মাত্র 600 টাকা দিয়ে মাসে 1 লাখ টাকার বেশি ইনকাম করতে পারেন  ।এটি একটি ইউরোপিয়ান কম্পানি যেটা থেকে আপনি সহজেই অল্প সময়ে গরিব থ...