Breaking

Wednesday, 22 May 2019

আলিয়া বিশ্ববিদ্যালয়ে দাওয়াত ই-ইফতার মাহফিল



আফ্রিদি খাঁন ও জাহাঙ্গীর মোল্যা, মুক্তকণ্ঠ, কোলকাতা:- আজ ১৫-ই রোমজান আলিয়া বিশ্ববিদ্যালয়ের থিওলোজী বিভাগের ছাত্র ছাত্রীদের উদ্যোগে দাওয়াত-ই-ইফতার  মাহফিল অনুষ্ঠিত হয়। প্রথমে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত ও হযরত মুহাম্মদ (সঃ)এর শানে ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অতঃপর  দীর্ঘক্ষণ রমজান নিয়ে আলোচনা করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রীরা ইফতার করেন ‌

এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আমজাদ আলী, ডেপুটি রেজিস্ট্রার আশফাক আলী, আরবী ও থিওলজি বিভাগের প্রধান ড. মশিহুর রহমান। এছাড়াও অধ্যাপকদের মধ্যে উপস্থিত ছিলেন তামিম আহমেদ,কামাল আসরাফ, সামিম আখতার, আসরাফ আলী আজহারী প্রমুখ ।

আজকের এই দাওয়াত-ই-ইফতার মাহাফিল সুন্দরভাবে পরিচালনা করেন
আব্বাসুদ্দিন সরদার, ইমদাদ উদ্দিন ,ফারুক মন্ডল, আক্রম গাজি,ইয়াদ আলী, সিরাজরা।

No comments:

Post a Comment

অতি সহজে মাত্র 1600 টাকা দিয়ে কোটি টাকার স্বপ্ন দেখার একটি সুবর্ণ সুযোগ

আপনি মাত্র 600 টাকা দিয়ে মাসে 1 লাখ টাকার বেশি ইনকাম করতে পারেন  ।এটি একটি ইউরোপিয়ান কম্পানি যেটা থেকে আপনি সহজেই অল্প সময়ে গরিব থ...